বাড়েরা ইউনিয়নটি ০৩-০২-১৯৭৬ ইং সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রথম ভিত্তি প্রস্তর এবং কম্লেক্স স্থাপন হয় ২০০২ইং সালে এবং পরবর্তীতে ২০০৩ সালে ভবনটি নতুন করে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তির প্রস্তরটির শুভ উদ্ভোধন করেছিলেন আল হাজ্জ এড রেদোয়ান আহমেদ এমপি। সর্ব প্রথম চেয়ারম্যান ছিলেন মো: সফিকুল ইসলাম এবং বর্তমানে মো: জালাল উদ্দিন আহমেদ। পরিষদটি আওতায় মোট জমি আছে ৮৮ শতক। ৬৪ শতক পুকুর এবং ২৪ শতকের উপর ভবনটি নির্মিত।।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS